এবার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানলো ইউক্রেন
যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত এনেছে ইউক্রেন। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে, রাশিয়ার ভিতরে এবার যুক্তরাজ্যে তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।
স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারে। ফলে এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার গভীরে আক্রমণ করতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে, গতকাল বুধবার দূরপাল্লার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ার গভীরে আঘাত করেছে ইউক্রেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রাশিয়াকে যুক্তরাজ্য গত বছর স্টর্ম শ্যাডো দূরপাল্লার মিসাইল দিয়েছিল। কিন্তু শর্ত ছিল, তা ইউক্রেনের ভিতরেই ব্যবহার করতে হবে। গত কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় আঘাত করার অনুমতি চাইছিলেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস জানিয়েছে, তারা এই হামলার রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করবে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে আঘাত করার চেষ্টা করেছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেই বলেছেন, মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভিতরে আক্রমণ চালানো হয়, তার অর্থ হবে, ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়লো।