ইসি পুনর্গঠন /

নতুন সিইসি নাসির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৪, ১৪:৪৫
শেয়ার :
নতুন সিইসি নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার পদে অন্য যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। 

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।