নারায়ণগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে মো. শাকিল মিয়া (২৬) নামে এক অটো চালকের জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যাক্তির নাম মো. শাকিল মিয়া (২৬)। পেশায় একজন ইজিবাইক চালক। সে গাইবান্ধা জেলার মরিচবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধিন মাসদাইর এলাকার মোস্তাফা মিয়ার ভাড়াটিয়া।
নিহত শাকিলের সাউদা আক্তার জান্নাতি নামে চার বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী আয়েশা আক্তার নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর একটি পোশাক কারখানার শ্রমিক।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ ভোরে স্থানীয়রা নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি খিলপাড়া এলাকার সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যাক্তির লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে জানালে সকাল সোয়া ৯টায় পুলিশ ঘটনাস্থলে আসে। প্রথম দিকে নিহত ওই ব্যাক্তির পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না।
পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরি করার সময় পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে তার স্বজনদের খোঁজ পায় পুলিশ। পরে নিহতের স্বজনদের সাথে কথা বলে তার পরিচিয় নিশ্চিত হয় পুলিশ।
নিহত শাকিলের শ্বশুর সিদ্ধিরগঞ্জ থানায় সাংবাদিকদের জানায়, গতকাল বুধবার রাত আনুমানিক ৯টায় মাসদাইর এলাকা থেকে ইজিবাইক নিয়ে বের হয়। পরে সারা রাতেও শাকিল আর বাসায় ফিরেনি। ভোর সকালে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ বৃহস্পতিবার বেলা আনুমিক সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের মাধ্যমে জানতে পারি তার গলাকাটা লাশ পাওয়া গিয়েছে।
তিনি আরও জানান, শাকিল যে ইজিবাইকটি নিয়ে বের হয়েছিলো অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেটি নিয়ে যায়। ইজিবাইকটির চার্জ ফুরিয়ে যাওয়ায় নারায়ণগঞ্জের আইইটি স্কুলের সামনে রেখে চলে যায়। পরে খবর পেয়ে ইজিবাইকের মালিক সেটি তার জিম্মায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এক ব্যাক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠাই। নিহতের গলা জবাইকৃত ছিলো। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনরা থানায় আছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।