বলিউডে দীর্ঘদিনের সংসারে বিচ্ছেদ
ভক্তরা সব সময়ই চান তার প্রিয় তারকা সুখে থাকুন, ভালো থাকুন। তবুও কিছু মন্দ খবর এসেই পড়ে। যা ভক্তদের মন ভেঙে দেয়। তেমনি কিছু বিচ্ছেদ হয়েছে বলিউড শোবিজে যা মেনে নিতে কষ্ট হয়েছে ভক্তদের। দীর্ঘদিন সংসার করেও অনেক তারকা সংসার টিকিয়ে রাখতে পারেননি। এ নিয়ে বিস্তারিত লিখেছেন ফয়সাল আহমেদ
ভেঙে গেল এ আর রাহমানের ২৯ বছরের সংসার
মঙ্গলবার মধ্যরাতে মন খারাপ করা খবর শুনলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানের ভক্তরা। কিংবদন্তি এই ভারতীয় সংগীতশিল্পীর দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে। এই খবর সংবাদমাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী সায়রা বানুর আইনজীবী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সায়রা বানুর আইনজীবী এক বিবৃতিতে জানান, উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ। আনুষ্ঠানিক বিবৃতিতে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রাহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এই দম্পতি লক্ষ করেছেন, তাদের মধ্যে দিন দিন দূরত্ব তৈরি হয়েছে, অনেক ব্যবধান, যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা। উভয়েই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। সায়রা বানুর ভাষ্য, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিবৃতিতে আইনজীবী অনুরোধ করছেন, বিষয়টি নিয়ে যেন সায়রাকে বিব্রত না করা হয়। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টানা সহজ নয়। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে সংসার শুরু করেন এ আর রাহমান। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে। তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয়। মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তিনি।
১০ বছর সংসার শেষ ঊর্মিলার
দশ বছরের দাম্পত্য জীবনে এবার ইতি টানতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। দশ বছরের ছোট মহসিন আখতার মীরের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ভিন্ন ধর্মের ছেলে মহসিনকে বিয়ে করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। এক ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ বিবাহ আইন অনুসারে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের বিয়েতে বিটাউন থেকে কাউকে দেখা যায়নি। শুধু ডিজাইনার মনীশ মালহোত্রা এই বিয়েতে উপস্থিত ছিলেন। তাদের দুজনের মধ্যে বয়সের ব্যবধান দশ বছর। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। ২০১৪ সালে ডিজাইনার মনীশ মালহোত্রার ভাতিজির বিয়েতে ঊর্মিলা আর মহসিনের প্রথম সাক্ষাৎ হয়। এখান থেকেই তাদের প্রেমের পথচলা শুরু হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদের ঘোষণা দিলেন এশা
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, হেমা মালিনী ও ধর্মেন্দ্রকন্যা এশা দেওলের সংসারে ভাঙন আসন্ন। অবশেষে মিলল খবরের সত্যতা। এক বিবৃতিতে ১১ বছরের সংসার জীবনের ইতি ঘটিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এশা দেওল ও ভরত তখতানি। দিল্লি টাইমসে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই বাঁক বদলের সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সন্তান। আশা করব, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হবে।’ রাধ্য ও মারিয়া নামের এশা ভরতের দুই কন্যা সন্তান আছে। ২০১২ সালে ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা।
আমির খানের ১৫ বছরের সংসার
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। গত বছরের জুলাই মাসে বিচ্ছেদ হয় তার কিরণ রাওয়ের সঙ্গে। ১৫ বছরের সংসারের ইতি টানেন তারা। তবে এ বিচ্ছেদে দুজনই খুশি। একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর জানিয়েছিলেন দুজন। তাদের একটি ছেলে আছে। নাম আজাদ রাও খান।
১৪ বছরের সংসার হৃতিকের
ভালোবেসে বিয়ে করেছিলেন। জমিয়ে করছিলেন সংসার। হঠাৎ করেই সম্পর্কের পতন। ১৪ বছরের সংসার ভেঙে আলাদা হয়ে গেছেন বলিউড ‘গ্রিক গড’খ্যাত অভিনেতা হৃতিক রোশন ও সুজান খান। তাদের আছে দুই পুত্র।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
১৮ বছরের সংসারের ইতি আরবাজ-মালাইকার
যে বিচ্ছেদ নিয়ে আজও কথা হয়, মন খারাপ করেন বলিউডপ্রেমীরা সেটি আরবাজ-মালাইকার। বলিউডের অন্যতম তারকা জুটি ছিলেন তারা। ১৮ বছরের সংসারের ইতি টেনে আলাদা হয়ে গেছেন। মালাইকা এখন অর্জুন কাপুরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শোনা যাচ্ছে সেটিও বিচ্ছেদ হয়েছে।
নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনি
দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। অক্টোবরে ঘোষণা করেছিলেন যে তারা বিয়ের চার বছর পরে আলাদা হতে যাচ্ছেন। বিচ্ছেদের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দুজনেই। বিচ্ছেদের খবর ঘোষণা করে সামান্থা এবং চৈতন্য বলেন, ‘অনেক চিন্তাভাবনা করার পরে স্যাম এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আমাদের নিজস্ব পথ অনুসরণ করার জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ধানুশ এবং ঐশ্বরিয়া
দক্ষিণের তারকা ধানুশ অভিনয় ও গানের মাধ্যমে মন জয় করে নিয়েছেন ভক্তদের। বিয়ে করেছিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে। ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা সম্প্রতি। অভিনেতা নিজেই ১৭ জানুয়ারি এ ঘোষণা দেন।