‘সংস্কার ছাড়া ক্ষমতা চাইলে ১৬শ শহীদের জীবন ফিরিয়ে দিন’
ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, ‘আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান, তবে আমার ১৬শ শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন। আমার ২২ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন। ’
রাজনৈতিক নেতাদের উদ্দেশে আজ বুধবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তার পোস্টটি নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদীদের পুনর্বাসন পরিকল্পনা ‘জনগণের সিদ্ধান্তের’ নামে চালানোর চেষ্টা হচ্ছে। অথচ জনগণ ৫ আগস্টেই রক্তক্ষয়ী রায় দিয়ে দিয়েছে!’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাত হারানো আতিকুল জানিয়েছিলেন, ‘আমি আবেগ নয়, বিবেক দিয়ে বলছি। আপনারা কী ভাবছেন, ভয় পেয়ে গেছি? না.. না.. আমি ভয় পাওয়ার ছেলে না। আমাদের ডাক দিয়ে দেখেন, আমরা আবারও মাঠে আছি। হয়তো এক হাত চলে গেছে, তাতে কি! এখনো জীবন আছে, দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ।’