সেনাবাহিনী-পুলিশের ধাওয়ায় পিছু হটলেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ১৯:০৯
শেয়ার :
সেনাবাহিনী-পুলিশের ধাওয়ায় পিছু হটলেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে  ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তাদের ধাওয়ায় নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে উভয় কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

আজ বুধবার দুপুর ৩টার পর এই সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এর ফলে সায়েন্সল্যাব, মিরপুর সড়ক ও ধানমন্ডি ১ ও ২ নম্বরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।