হলের সব টিকিট কিনে নিল সহকর্মীরা
শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা 'দরদ’। অনন্য মামুনের পরিচালনায় গেল ১৫ নভেম্বর দেশের ৮৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। বাংলাদেশের পাশাপাশি ‘দরদ’ চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ ক’টি দেশে।
দেশের চলমান রাজনৈতিক স্থবিরতার মধ্যেই মুক্তি পাওয়া ‘দরদ’র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। আবার এর মাঝেই শাকিব শুরু করেছেন তার নতুন সিনেমা ‘বরবাদ’র শুটিং। বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতের মুম্বাইয়ে। এখন অপেক্ষা দেশে ফিরে সিনেমাটি দেখার।
এদিকে, আগামী ২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সৌজন্যে ‘দরদ’র স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। আর সে কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকিট আগেই কিনে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
খোঁজ নিয়ে জানা যায়, স্পেশাল এই শোতে উপস্থিত থাকবেন শোবিজের অনেক তারকা শিল্পীরা। থাকবেন শাকিব খানও। সিনেমাটি উপভোগ করার পাশাপাশি এদিন নায়ক তার অনুভূতি ও কর্ম পরিকল্পনা সবাইকে জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন ‘দরদ’ উপভোগ করবেন।
শাকিব খান বলেন, ‘প্রথমদিন থেকে “দরদ” দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও “দরদ” ভরা ভালোবাসা।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সিনেমাটির প্রযোজনায় রয়েছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। তাদের সঙ্গে যুক্ত আছে ভারতের এসকে মুভিজ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।