স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৪:২৬
শেয়ার :
স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আতোয়ার রহমান (৫৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদিঘী গ্রামের সরকারপাড়ায় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। নিহত আতোয়ার ওই গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে।

স্থানিয় সূত্রে জানা যায়, কৃষি কাজ শেষ করে বুধবার সকাল ১০টার দিকে আতোয়ার বাড়িতে ফিরে আসেন। এরপর স্ত্রীর কাছে ভাত খেতে চান। তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরে ঢুকে ফ্যানের সাথে দঁড়ি টাঙিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকেন। তার স্ত্রী ভাত নিয়ে প্রায় ২০ মিনিট ধরে অপেক্ষা করেও তিনি খেতে আসছিলেন না। এরপর তার ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আতোয়ারকে উদ্ধার করে স্থানিয় একটি চিকিৎসলয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।