পরিচালক রাকেশের শেষ সিনেমা ‘কৃষ ৪’
বলিউডের প্রভাবশালী নির্মাতা রাকেশ রোশন। এবার পরিচালনা থেকে ইতি টানতে চলেছেন তিনি। ছেলে হৃতিক রোশনের ‘কৃষ ৪’হবে তার পরিচালনায় শেষ সিনেমা। এমনটাই জানালেন রাকেশ রোশন।
সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ হবে তার শেষ সিনেমা। এরপর প্রযোজকের দায়িত্বে থাকলেও তিনি আর পরিচালনা করবেন না।
এ প্রসঙ্গে রাকেশ রোশন বলেছেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
রাকেশ রোশন আরও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ৪’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালকও থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ৪’ তৈরি হবেই।’
উল্লেখ্য, রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট