আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
কফিন মিছিল
আওয়ামিলীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ বের হবে। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই মিছিল বের করবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আলোচনা সভা
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
যুব বিক্ষোভ
বিকেল সাড়ে ৩টায় গণহত্যায় জড়িতদের বিচারে গণতদন্ত কমিশন গঠন ও আহতদের চিকিৎসা পরবর্তী পূনর্বাসনের দাবিতে যুব বিক্ষোভ করবে আমার বাংলাদেশ যুবপার্টি (এবি যুবপার্টি)। কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে আয়োজিত যুব বিক্ষোভে প্রধান অতিথি থাকবেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।