তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, সেটি যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহেই এ কমিটি গঠন করা হবে। আর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। তিতুমীর কলেজের ছয় শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল এতে অংশ নেন।
আলোচনার সিদ্ধান্তের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘আলোচনা শেষে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে। আগামী রবিবাব থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করবে এ কমিটি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে, আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়ে আলোচনায় অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থী মতিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি।’
উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে গতকাল সোমবার মহাখালীতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ট্রেনে হামলাও করেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়লেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আজ সকালে পূর্বঘোষিত ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচি পালনকালে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ প্রবেশ করে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভের মুখে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ সদস্যরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের সামনে অবস্থান নেন।