যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচন দেওয়া উচিত: মঈন খান
সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করেই নির্বাচন দেওয়া উচিত। সামগ্রিক সংস্কার শেষে নির্বাচন, এরপর ক্ষমতা হস্তান্তর হবে এটা যুক্তিসঙ্গত নয়।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিও সংস্কারের পক্ষে তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মঈন খান বলেন, ‘এই সত্য উপলব্ধি করতে হবে যে, সংস্কার কোন দিন কোথাও থেমে থাকে না। সংস্কার যদি আমি করতে চাই, তাহলে চিরদিন আমি করতে পারব। সেই সংস্কার কখন শেষ হবে? এটা তো কোন যুক্তির কথা হতে পারে না। সংস্কার শেষ হবার পরেই নির্বাচন হবে! এটা কোন যুক্তি? সংস্কার শেষ হবার বিষয় না। সংস্কার হচ্ছে চলমান।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলন কারও একার কৃতিত্ব নয়; এটা দেশের ছাত্র-জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলন শুধু বৈষম্যবিরোধী আন্দোলন ছিল না। এ আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলন। এ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?