যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ১২:২৫
শেয়ার :
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ

লেবানন সরকারের পাশপাশি দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। যদিও এ বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক বিশেষ দূত আমোস জে. হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সহকারী আলি হাসান খলিল বলেন, ‘লেবানন সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে তাদের বক্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছেন। আলোচনা চালিয়ে যেতে হোয়াইট হাউসের দূত আমোস হোচস্টেইন বৈরুতে যাচ্ছেন।’

বেরির সহকারী খলিল আরও বলেন, ‘আমরা যে সব মন্তব্য পেশ করেছি তা জাতিসংঘের রেজুলেশনের ১৭০১-এর সব বিধানের সঙ্গে সুনির্দিষ্ট আনুগত্য নিশ্চিত করে।’

অপরদিকে ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, ‘চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত যতটা হয়েছে, তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে।’

তবে লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হলেও এ বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ মুহুর্তে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে ঠিকই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল সোমবার লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অনেকেই আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন প্রাণও হারান। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন আরও ৮ জন।

এদিকে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হলেও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল সোমবার তেল আবিবের পার্লামেন্টে তিনি বলেন, ‘দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা।’

জানা গেছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে। সশস্ত্র গোষ্ঠীটি সোমবার লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে কয়েকজন হতাহত হন। এ পর্যন্ত ইসরায়েলি আক্রমণে লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক সম্পদায়ের দাবি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে লেবাননে যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হতে হবে। ওই প্রস্তাব অনুযায়ী ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধের অবসান হয়েছিল। প্রস্তাবের শর্ত অনুযায়ী, অস্ত্র ও সদস্যদের নিয়ে সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে লিটানি নদীর উত্তরে সরে যাবে হিজবুল্লাহ।

তবে ইসরায়েলের কিছু দাবির কারণে কূটনৈতিক প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। তাদের দাবি অনুযায়ী, হিজবুল্লাহ কোনো চুক্তি লঙ্ঘন করলে ইসরায়েল প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারবে। কিন্তুটির উত্তরাঞ্চলে কয়েকজন হতাহত হন।