সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আজ রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কামরুল ইসলাম ২০০৮ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। ২০১৪ সালের নির্বাচনে জেতার পর হন খাদ্যমন্ত্রী। তিনি টানা চারবার এমপি নির্বাচিত হন। বিএনপি ও দলটির নেতাকর্মীদের নিয়ে কটূ কথা বলে আলোচনায় থাকতেন কামরুল ইসলাম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে। এ ছাড়া খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধমে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তখন বিষয়টি নিয়ে প্রচুর সমালোচনার সৃষ্টি হয়। নানা অভিযোগে কামরুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।