অমিতাভ রেজার ক্যামেরায় ‘নগ্ন’ প্রিয়তি

বিনোদন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১৬:৫৭
শেয়ার :
অমিতাভ রেজার ক্যামেরায় ‘নগ্ন’ প্রিয়তি

বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড, মডেল ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি। চলতি বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। আর গেল ২৪ আগস্টে কন্যাসন্তানের মা হন আয়ারল্যান্ডের বসবাসরত এই মডেল-অভিনেত্রী।

বর্তমানে নানা দেশের বিভিন্ন ফটোশুটে প্রিয়তির ছবি সবার নজর কেড়েছে। আর দেশের বাইরের ফটোশুটে তাকে প্রায়ই দেখা গেছে বিকিনিতে। করেছেন নগ্ন ফটোশুটও। নগ্ন শরীরে পেইন্ট করা লাল বিকিনি পরা ছবির জন্য হয়েছেন সমালোচিতও।

এবার দেশের আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ক্যামেরায় নগ্ন হয়েছেন তিনি! আর সেই ছবিগুলো প্রিয়তি শেয়ার করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রিয়তির সাহসের প্রশংসা করেছেন। আবার কেউ এর বিপরীতেও কথা বলছেন।

উল্লেখ্য, প্রিয়তির স্বামীর নাম বিবেক। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে দুজনের পরিচয়। সেখানে থেকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। চলতি বছর তৃতীয় সন্তানের মা হয়েছেন প্রিয়তি। এখন এক ছেলে-দুই মেয়েকে নিয়ে তাদের সংসার।

এদিকে, ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে পান টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ‘সেরা’র অ্যাওয়ার্ড পান প্রিয়তি। পাশাপাশি আইরিশ সিনেমাতেও কাজ করেছেন তিনি।