ইসরায়েলি গণহত্যা তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের
গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইসরায়েলি আগ্রাসনে গাজায় ‘গণহত্যা’ হচ্ছে কি না তার তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য পোপ ফ্রান্সিস জুরিস্ট ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এক তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।
ইতালিয়ান সংবাদমাধ্যম ডেইলি লা স্ট্যাম্পার বরাত দিয়ে আমেরিকান বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, পোপ ফ্রান্সিস বলেছেন, কিছু বিশেষজ্ঞের মতে, গাজায় যা ঘটছে তাতে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। এটি আইনবিদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রণীত প্রযুক্তিগত সংজ্ঞার সঙ্গে মেলে কি না, তা নির্ধারণেরর জন্য আমাদের সাবধানে তদন্ত করা উচিত।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম ফ্রান্সিস গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য খোলাখুলি আহ্বান জানালেন। পোপ ফ্রান্সিস সাধারণত আন্তর্জাতিক সংঘাতে কোনো পক্ষ না নিতে এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিতে সতর্ক থাকেন।
এদিকে, ইসরায়েল গণহত্যার সব অভিযোগ অস্বীকার করে আসছে। পোপের মন্তব্যের বিষয়ে বক্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, গত বছর ফ্রান্সিস গাজা যুদ্ধের মধ্যে বসবাসরত ফিলিস্তিনি এবং জিম্মি ইসরায়েলিদের আত্মীয়দের সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলেন। পোপ ওই বৈঠকের পরে ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের দুর্ভোগের কথা বলেছিলেন।