উত্তরাঞ্চলে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১০:৩৫
শেয়ার :
উত্তরাঞ্চলে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর বিভাগ থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় ছাত্র-জনতা। দাবি মানা না হলে আগামী বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

গতকাল রবিবার রাতে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় সমন্বয়ক আলমগীর নয়ন।

সংবাদ সম্মেলনে নয়ন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দেশের তিন বিভাগ থেকে কোনো উপদেষ্টা না রেখে বৈষম্য করা হয়েছে। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় শহীদ আবু সাঈদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিজম রংপুরসহ উত্তরবঙ্গের উন্নয়নকে তলানিতে রেখে গোপালগঞ্জের উন্নয়ন করেছে। আমাদের মনে হচ্ছে, উপদেষ্টা পরিষদের রংপুরের প্রতিনিধি না থাকায় এই সরকারও আমাদের উন্নয়ন বঞ্চিত করবে। আমরা এর অবসান চাই।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আগামী তিন দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টার নাম ঘোষণা করতে হবে। তা না হলে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় এক যোগে উত্তরাঞ্চলজুড়ে ব্লকেড কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, পঞ্চগড়ের জিরো পয়েন্টে, ঠাকুরগাঁওয়ের গোলচত্বর, দিনাজপুরের দশমাইল মোড়, নীলফামারী গোল চত্বর, কাউনিয়ায় তিস্তা সেতু লালমনিরহাটের তিস্তা সেতু পয়েন্ট রংপুরের মর্ডান মোড়, সিরাজগঞ্জের হাটি কুমরুল, বগুড়ার বনানী, নাটোরের গোল চত্বর, রাজশাহীর বাইপাস, চাঁপাইনবাবগঞ্জ মোড়, নওগার ব্রিজ, জয়পুরহাট মোড় এলাকায় একসঙ্গে রাজপথ রেলপথ ব্লকেড কর্মসূচি পালিত হবে।