জুলাই গণঅভ্যুত্থান /
কাজলকে পাঠানো হলো থাইল্যান্ডে, বিমানে তুলে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত জাবি শিক্ষার্থী কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হলো। গতকাল রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে কাজলকে বহনকারী এয়ার অ্যাম্বলেন্সটি ঢাকা ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা করে। কাজলকে বিমানে তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
নিউরোসায়েন্সেস হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ন কবীর হিমু জানান, রবিবার সব জটিলতা শেষে ভিসা প্রস্তুত হয়ে যায়। সবকিছুর প্রস্তুতি থাকায় সহজ হয়েছে। কাজলকে বিমানে তুলে দেন স্বয়ং স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে তাকে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে অ্যাম্বলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়।
জানা গেছে, গত ৫ জুলাই পুলিশের গুলিতে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী কাজল। পরে নেওয়া হয় নিউরোসায়েন্সেস হাসপাতালে। গত তিন মাস ধরে সেখানেই চিকিৎসাধীন এই যুবক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংশ্লিষ্টরা জানান, কাজলের শারীরিক অবস্থার উন্নতি হলেও চার দিন দিন আগে হঠাৎ করে সংক্রমণ দেখা দেয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে করে রক্তচাপ কমে গিয়ে তিনি শকে চলে যান। বোর্ড সভায় বসেন চিকিৎসকরা। গতকাল শনিবার সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে তাকে দেখতে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি।
পরে দ্রুত কাজলকে থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার কথা জানান উপদেষ্টা। চিকিৎসার খরচ ও ভিসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন নাহিদ ইসলাম। এরপর কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়ার কথা জানান তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?