মহাতারকাকে গানে গানে শুভেচ্ছা

তারেক আনন্দ
১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
মহাতারকাকে গানে গানে শুভেচ্ছা

গতকাল ছিল কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন। বিশেষ এই দিন ঘিরে শুভেচ্ছাবন্যায় ভাসছেন উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী। ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। রুনা লায়লাকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন এই প্রজন্মের শিল্পীরা। তারই গাওয়া গান গেয়ে ফেসবুকে ভিডিওবার্তায় জানিয়েছেন শুভেচ্ছা। কণ্ঠশিল্পী পুতুল জানালেন- শুভ জন্মদিন, গানের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। বাংলা গানের শ্রোতা এবং শিল্পী একইভাবে ঋণী আপনার কাছে। আপনার গান শ্রোতার গানের রুচি তৈরি করেছে, আর শিল্পীদের গান গাইতে উদ্ধুদ্ধ করেছে। ভালো থাকুন প্রিয় রুনা লায়লা ম্যাম। এ বার্তার সংগে পুতুল গেয়েছেন ‘আমায় গেঁথে দাও না মাগো’ গানটি।

কণ্ঠশিল্পী ঝিলিক শুভেচ্ছা জানিয়ে গাইলেন ‘ফেরাতে পারিনি’ গানটি। ঝিলিকের গায়কীর প্রশংসা রুনা লায়লা বিভিন্ন সময়ে করেছেন। এই গানটিও দারুণ গেয়েছেন ঝিলিক। মিষ্টি করে লোপা হোসাইন গাইলেন ‘যখন থামবে কোলাহল’। লোপার গায়কীতেও মুগ্ধতা নেমে এলো। দিল ধারকান মেইন তুমসে’ গাইলেন কনা। কনা বললেন, ‘জন্মদিনে তার প্রতি ভালোবাসা জানিয়ে একটু দুঃসাহস করলাম। আপনার কণ্ঠকে ধারণ করার মতো যোগ্যতা আমার নেই; কিন্তু আপনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিখাদ ও অকৃত্রিম। অনেক অনেক ভালো থাকবেন আপনি।’ কনার গায়কী বরাবরই সুন্দর।

সুরকার সংগীত পরিচালক ও গায়ক কিশোর দাস শুভেচ্ছা জানিয়ে কী সুন্দর গাইলেন ‘বুকে আমার আগুন জ্বলে, জ্বলে দিতে দাও, চোখের জলে ও, তুমি তারে কেন যে নেভাও...।

দীর্ঘ শুভেচ্ছাবার্তায় কণ্ঠশিল্পী সালমাও গেয়েছেন ‘বুকে আমার আগুন জ্বলে গানটি’।

আপনি আমাদের স্বপ্নের মতো শিল্পী। আমার এই ছোট্ট নিবেদন- মৌমিতা এভাবেই মনের ভাব প্রকাশ করেছেন। সত্যিই তাই, রুনা লায়লা স্বপ্নের শিল্পী। স্বপ্নের গায়িকার ‘আমি নদীর মতো কত পথ ঘুরে’ গানটি গেয়েছেন মৌমিতা। সুরকার, সংগীত পরিচালক ও গায়ক সৈয়দ নাফিস তার সুরেলা কণ্ঠে সুমধুর গাইলেন ‘যখন আমি থাকবো না কো’।

সবশেষে সামাজিক মাধ্যমে চোখে পড়ল কণ্ঠশিল্পী রাজিবের শুভেচ্ছা ভিডিও। তিনি ‘শিল্পী’ গানটি গেয়ে বাংলা সংগীতের মহাতারকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ প্রজন্মের শিল্পীদের কণ্ঠের প্রশাংসা সবসময় করেন রুনা লায়লা। সেটা হোক বিচারকের আসনে বসে, কিংবা নতুন কোনো গান শুনে। মহাতারকারা এমনই হয়ে থাকেন। তাকে যেমন সবাই শ্রদ্ধা করেন, তিনিও স্নেহের ছায়ায়, নিবিড় ভালোবাসায় বুকে টেনে নেন।

রুনা লায়লা আপনি বাঁচুন তারুণ্যে, আপনি বেঁচে থাকুন গানে গানে। আপনাকে আবারও শুভেচ্ছা।