উত্তরবঙ্গে উপদেষ্টার দাবিতে ৩ দিনের আলটিমেটাম

রংপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ২৩:৪৫
শেয়ার :
উত্তরবঙ্গে উপদেষ্টার দাবিতে ৩ দিনের আলটিমেটাম

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে রংপুরের ছাত্র-জনতা। উত্তরবঙ্গের কাউকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত না করায় এই অঞ্চলের মানুষের দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

আজ রবিবার রাতে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন ও সড়ক ব্লকেডের ঘোষণা দেন তারা।

এ সময় বক্তব্যে ছাত্ররা বলেন, ‘গত ১৬ জুলাই আবু সাঈদের রক্তের বিনিময়ে আত্মত্যাগের পর দেশে যে বিপ্লব ঘটেছে। ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিলেও উত্তরবঙ্গ থেকে একজনও উপদেষ্টা নিয়োগ হয়নি। যে বৈষম্যের জন্য জীবন দিয়েছে রংপুরের আবু সাঈদ আবারও সেই বৈষম্য উত্তরাঞ্চলে। পরবর্তীতে আরও কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুরসহ উত্তরবঙ্গের কেউ স্থান পাননি। এ নিয়ে উত্তরের ছাত্র-জনতার মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।’

এই অঞ্চলের বৈষম্য দূর করতে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক ব্লকেড,করেও মিলেনি কোনো সুরাহা। সম্প্রতি রংপুরে দুইজন উপদেষ্টা আসলে তারা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান। এটি নিয়েও উত্তরবঙ্গের মানুষের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বাড়িয়ে দিয়েছে তীব্র ক্ষোভ। 

উপদেষ্টা নিয়োগের দাবিতে ব্লকেডের হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং ঢাকা-রংপুর মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ সময় সংবাদ সম্মেলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা সমন্বয়ক ইয়াসীর আরাফাত, আলমগীর নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।