তুচ্ছ ঘটনায় চাচার ছুরিকাঘাত, ভাতিজার মৃত্যু
চট্টগ্রামে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন হাজী পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজা মোহাম্মদ রাশেদ উদ্দিন (২৪) নামের একজনে মৃত্যু হয়েছে।
গত শনিবার রাত ১১ টার দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই গ্রাম এলাকার মৃত জামাল মিয়ার পুত্র। নিহত রাশেদ পেশায় সিএনজি চালক। তার দেড় বছর ও ৭ মাস বয়সী দু"পুত্র সন্তান রয়েছে। ঘাতক আপন চাচা মো জালাল উদ্দিন (৪৫) তার বাবার নাম রাজা মিয়া।
এ বিষয়ে নিহত রাশেদের আপন আরএক চাচা মো নাছির উদ্দীন বলেন, ‘ছোট বেলায় রাশেদের পিতা মৃত্যু পর থেকে তার মা অন্যত্র বিয়ে করেন। ছোট বেলা থেকে দাদা-দাদী তাকে লালন পালন করেন। চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকেন। গত শনিবার রাতে নিহত রাশেদ গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার বিছানার একটি (লেপ) তোষক ভাতিজার বিছানা করে ব্যবহার করছে। এ বিষয়ে চাচা ক্ষিপ্ত হয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রাশেদের গলায় আঘাত করলে রাশেদ গুরুতর আহত হয়ে পড়লে আহত অবস্থায় আমি তাকে রাত সাড়ে ১১ টায় দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত বলে ঘোষণা করেন।’
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী জানান, নিহতের গলার ডান পাশে ধারালো ছুরির আঘাতে গভীর ক্ষত হওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যুর বিষয়ে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে ঘটনাস্হল পরিদর্শন করে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। ঘাতক চাচা মো জালাল উদ্দীনকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার দায়ের প্রস্তুতি চলছে।’