বিদুৎস্পৃষ্টে সাবেক শিবির নেতার মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ২১:৪১
শেয়ার :
বিদুৎস্পৃষ্টে সাবেক শিবির নেতার মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে আবদুল মোতালেব প্রকাশ সজিব (৩০) নামের এক যুবক বিদুৎপৃষ্টে নিহত হয়েছেন। তিনি উপজেলার পেরিয়া ইউনিয়নের মুন্সিকলনিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে ও পেরিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

আজ রবিবার দুপুরে বাড়ির প্রতিবেশী ছালেহার বাড়ি থেকে বিদুৎসংযোগ নিয়ে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদুৎপৃষ্ট হন তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক শিবির নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিকলনিয়া গ্রামের বাসিন্দা আইয়ূব আলী।

তিনি জানান, স্থানীয়রা সজিবকে উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে ফজলুল হক জানান, সাংবাদিকদের মাধ্যমে মৃত্যুর সংবাদ শুনেছেন। তবে, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।