প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত
প্রথমবারের মতো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ভারত। আজ রবিবার দেশটির সরকার জানায়, গতকাল শনিবার রাতে ওড়িশায় এই পরীক্ষা চালানো হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোমিটার দূর থেকে আঘাত আনতে সক্ষম।’ তারা জানিয়েছে, পরীক্ষার দিন বেশ কয়েকটি উপায়ে এই ক্ষেপণাস্ত্রটি ট্র্যাক করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজানাথ সিং এই পরীক্ষাকে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই পরীক্ষা ভারতকে বিশ্বের অন্যতম আধুনিক সামরিক প্রযুক্তির দেশের কাতারে নিয়ে গেছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে মঙ্গলবার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল ভারত।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস