১ মাস পর খোলা হলো মনি কিশোরের ফ্ল্যাটের তালা

বিনোদন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ১৯:২৪
শেয়ার :
১ মাস পর খোলা হলো মনি কিশোরের ফ্ল্যাটের তালা

রামপুরার ভাড়া বাসা থেকে গেল ১৯ অক্টোবর মৃত অবস্থায় পাওয়া যায় নব্বই দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোরকে। তার পর থেকেই ভাড়া বাসার সেই রুমটি তালাবদ্ধ ছিল। তদন্তের স্বার্থে রুমে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া অন্যদের প্রবেশও নিষেধ ছিল। অবশেষে সেই রুমের তালা আজ রবিবার খোলা হচ্ছে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন মামলার দায়িত্বে থাকা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আবদুর রহমান।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাড়ির মালিক ও মনি কিশোরের পরিবার থেকে রুমটি খালি করার কথা বলা হচ্ছিল। সবার সঙ্গে কথা বলেই এটি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আইনি কোনো বাধা নেই। আর কারো কোনো অভিযোগও নেই।’

দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা আরও বলেন, ‘এক মাসের মতো হয়ে গেল। এর মধ্যে বাসার মালিক বলছিলেন রুমটি খালি করার কথা। তারাও আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ছিলেন। যে কারণে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাদের উপস্থিতিতেই খালি করা হবে।’

এর আগে, ৯৯৯-এ কল পেয়ে গেল ১৯ অক্টোবর রাতে রামপুরার ওই বাড়ি থেকে মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে রুমের ভেতরে গায়কের মৃত্যু হয়েছে, সেই তদন্তের জন্য রুমটি তালাবদ্ধ ছিল। 

এ প্রসঙ্গে খান আবদুর রহমান বলেন, ‘আপাতত তদন্তের প্রয়োজনে রুমটি আর প্রয়োজন হচ্ছে না। গায়কের পরিবার ও বাসার মালিক চাইছেন রুমটি খালি করে দেওয়া হোক। সেই কারণেই আমরা খালি করার পক্ষে।’ 

কী কারণে গায়কের মৃত্যু হয়েছে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, ‘কী কারণে মৃত্যু হয়েছে, সেই তদন্ত প্রতিবেদন এখনো হাতে পাননি। আরও কিছুদিন সময় লাগবে।’

বাসার মালিক শামসুদ্দোহা তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু বেশ আগেই মনি কিশোরের মরদেহ দাফন হয়েছে, আর কারো কোনো অভিযোগ নাই। এখন রুমটি খালি করে দিলে আমাদের জন্য ভালো হয়। এটা আমরা জানিয়েছিলাম পুলিশ ও মনি কিশোরের ভাইকে। পরে সিদ্ধান্ত হয়েছে, রুমটি খালি করা হবে। মনি কিশোরের ভাই আসার কথা রয়েছে। এ ছাড়া পুলিশের লোকও থাকবেন। তাদের সামনেই সব বুঝিয়ে দেওয়া হবে।’ 

এর আগে, বাসা থেকে মনি কিশোরের মরদেহ উদ্ধারের সময় পুলিশের কর্মকর্তারা প্রাথমিক ধারণা করেছিলেন, অসুস্থতার কারণে মনি কিশোর মারা যেতে পারেন। 

উল্লেখ্য, মনি কিশোর বাসায় একাই থাকতেন। কয়েক দিন ধরে তাকে ফোনেও পাচ্ছিলেন না বাসার মালিক। এদিকে রুম ভেতর থেকে তালা দেওয়া ছিল। তাকে ডাকাডাকি করেও পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে রুমটি থেকে গন্ধও ছড়িয়ে পড়ে। তখন সবার ধারণা হয় কোনো দুর্ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ -এ পুলিশকে ফোন দেওয়া হলে তারা রুমের মধ্যে মৃত অবস্থায় পান মনি কিশোরকে। পরবর্তী সময় দাফন নিয়ে জটিলতা হয়। পরে গত ২৪ অক্টোবর ঢাকার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদের পাশেই একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।