শ্রীপুরে বাস চাপায় নারী শ্রমিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বাস চাপায় মোছা. বিলকিছ আক্তার (২০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিছ ময়মনসিংহ জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভবানীপুর এলাকায় এলাকার ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি: নামক কারখানায় জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৮আট টার দিকে মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।