বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৪, ১৪:২৯
শেয়ার :
বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. শাহ আলম ফরাজি (৬০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়। বাবার নাম মৃত উব্বাত আলী ফরাজি। বাড্ডা সুবাস্তু টাওয়ারের পিছনের এলাকায় থাকেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক।

হাসপাতালে নিয়ে আসা মৃতের ছেলের বন্ধু সাদ্দাম হোসেন বলেন, ‘শাহ্ আলম পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সকালে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে নির্মাণাধীন ভবনের আট তলায় ঢালাই ফিনিশিং এর কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।