পল্টনে বাস-ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

ঢামেক প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮
শেয়ার :
পল্টনে বাস-ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝে চাপা পড়ে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন (৬০)। তিনি মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।

আজ রবিবার ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ক্ষতিগ্রস্ত অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য দিয়েছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ।

তিনি বলেন, ‘আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা থেকে পেঁয়াজবাহী ট্রাকের সঙ্গে ইউনিক পরিবহনে বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় দুই গাড়ির মাঝে অটোরিকশাটি চাপা পড়ে। এতে অটোরিকশার যাত্রী ফেনীর দাগনভূঞার বাসিন্দা মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন (৬০) ও চালক আহত হন। তাদেরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।