পল্টনে বাস-ট্রাক সংঘর্ষ, পাশে থাকা অটোরিকশার যাত্রী নিহত
রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।
আজ রবিবার ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়়। ক্ষতিগ্রস্ত অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।