বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: দুলু

নাটোর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ২১:৪২
শেয়ার :
বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নেই: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা সরকার পতনের তিন মাসের মধ্যেই তারেক রহমান তার অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে তার বিকল্প কেউ নেই।

আজ শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

মাধনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী সরদারের সভাপতিত্বে দুলু বলেন, তারেক রহমান দেশের রাজনীতিতে এক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। ইতিবাচক পদক্ষেপের কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগসহ অনেকেই ছোট করার চেষ্টা করেছেন। কিন্তু তারেক রহমান তার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের জন্য তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সকল শ্রেণির মানুষ আজ তারেক রহমান বলতে অন্ধ হয়ে গিয়েছে। সবাই বলে তারেক রহমান দলের জন্য যোগ্য মানুষ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিন ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু মৃধা এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বিটল প্রমুখ।