ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমল, হরতাল প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ২১:১৩
শেয়ার :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমল, হরতাল প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর ঘোষণার পর নারায়ণগঞ্জে যাত্রী অধিকার ফোরামের ডাকা আগামীকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার ফোরামের জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দোসর মাফিয়ারা অযৌক্তিভাবে নারায়ণগঞ্জে বাসভাড়া বৃদ্ধি করেছিল। তারা প্রতি টিকিট থেকে চাঁদা আদায় করত। ৫ আগস্টের পরিবর্তনের সময় সেই মাফিয়ারা পালিয়েছে। তাহলে এখন কেন আগের সেই ভাড়া বহাল থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জে বাসগুলো চলছে সিএনজিতে, কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ডিজেলের মূল্যে নির্ধারিত দামে, যা কোনোভাবেই যৌক্তি নয়।

রফিউর রাব্বি আরও বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়া কমানোর লক্ষ্যে আমরা তিনটি দাবি তুলে ধরেছিলাম। এই দাবিতে আমরা গত ২৬ অক্টোবর থেকে টানা ২১ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আগামীকাল আমাদের ঘোষিত অর্ধবেলা হরতাল কর্মসূছি ছিল। কিন্তু আজ জেলা প্রশাসক সাহেব সংবাদ সম্মেলন করে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৭০ টাকা করার ঘোষণা দিয়েছেন। যদিও আমাদের দাবি ছিল ৪৫ ও ৬৫ টাকা, তারপরও ৫ টাকা কমানোর এ সিদ্ধান্তকে আমরা গ্রহণ করছি, একইসাথে আগামীকালের হরতাল প্রত্যাহার করছি।’