যশোরে বাসের মধ্যে হেলপারের লাশ
যশোরে সরদার ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাপ্পি (২৫)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
আজ শনিবার সকাল ১০টার দিকে শহরের মণিহার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মণিহার বাসস্ট্যাণ্ড মোড়ের মনিরুদ্দিন ফিলিং স্টেশন থেকে শুক্রবার দিবাগত রাতে ফুয়েল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে পরিবহনটি অবস্থান করছিল। গাড়ির ভেতরে গাড়ির হেলপার বাপ্পি একাই ছিলেন। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
যশোর কোতয়ালী মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘নিহতের পিঠ ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গাড়ির ভেতরে একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’