যুবসমাজকে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে: আশফাক
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, ‘আমাদের তরুণ ও শিক্ষিত যুব সমাজকে আগামীর ভবিষ্যত হিসেবে গড়ে তুলতে হলে মাদকের কষাঘাত থেকে দূরে থাকতে হবে। খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলে মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে যুব সমাজকে মাদকমুক্ত করতে হবে।’
আজ শুক্রবার বিকেলে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ আয়োজিত চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাইনাল টুর্ণামেন্টে দোহার আউলিয়াবাদ চির সবুজ সংঘ বনাম নতুন বান্দুরা অরুনাচল সংঘের মধ্যে চুড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আউলিয়াবাদ চির সবুজ সংঘ চ্যাম্পিয়ন হয়।
আশফাক বলেন, সমাজে তরুণ প্রজম্মকে দক্ষ ও শিক্ষিত করে গড়ে তুলতে হলে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। তাই প্রতি বছরের ন্যায় নবীন সেতু সংঘকে নিয়মিত এ খেলার আয়োজন করতে হবে।
ক্লাবের সভাপতি মো. মজনু মোল্লার সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন, মোহাম্মদ হোসেন জনি শিকদার। এছাড়া অন্যদের মধ্যে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, ব্যবসায়ী উদ্যোক্তা তানভির আহমেদ, আজাদুল ইসলাম পান্নু, মহসীন আহমেদ তুষার, সাবেক ভাইস চেয়ারম্যন ইয়াসমিন আক্তার প্রমুখ।