ইসরায়েলি হামলায় সিরিয়ায় ১৫ জন নিহত
ফিলিস্তিন-লেবাননের পর এবার সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল। দামেস্কের একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে দখলদাররা অন্তত ১৫ জনকে হত্যা করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কের মাজেহ পাড়ায় এবং গ্রামাঞ্চলের কুদসসায়া এলাকায় আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্মকর্তারা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদরদপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর অন্তর্গত বেশ কয়েকটি ভবন এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।