এই শাকিব আরও ভয়ংকর
৮৪ হলে আজ মুক্তি পাচ্ছে দরদ
তুফানের শাকিব ছিলেন একজন ডন। ডনরা ভয়ংকরই হয়। তবে ডনদের কার্যকালাপ সবারই জানা। তাই তাদের কাছ থেকে সাধারণ মানুষ সব সময়ই নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু আজ মুক্তি পেতে যাওয়া দরদের শকিব একজন সাইকো! আর দশটা সাধারণ মানুষের মতো হলেও তাদের কর্যকালাপ বোঝার উপায় নেই। ফলে এরা হয় আরও ভয়ংকর। ‘দরদ’ ছবিতে শাকিব খানের চরিত্রের নাম দুলু মিয়া। সাদামাটা জীবন, বউপাগল এক স্বামী। সিনেমার কাহিনিটি এমন এক ব্যক্তিকে নিয়ে, যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভালোবাসা এবং দায়িত্ববোধের গভীরতা অনুভব করে। কী এক কারণে দুলু মিয়া নামের ওই ব্যক্তিটি হয়ে ওঠেন ভয়ংকর সাইকো কিলার। সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন, দরদ অন্যরকম একটা গল্প। টেকনিক্যাল কাজও দারুণ উন্নত। সব মিলিয়ে সুন্দর একটি ছবি। পরিবার-পরিজন নিয়ে দেখার মতো একটি ছবি। পরিচালক অনন্য মামুন জানান, এটি তার স্বপ্নের প্রজেক্ট। শাকিব খানের মতো দক্ষ অভিনেতার মাধ্যমে এ চরিত্রকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। এ সিনেমায় বাস্তব জীবনের ভালোবাসা, বেদনা এবং মানুষের আন্তরিক আবেগকে গভীরভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছেন তিনি। মামুনের কথায়, ‘শাকিব খান যেভাবে চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে অভিনয় করেছেন, তা সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।’
যদিও শাকিব খান মানেই ঈদের সিনেমা। তবে এবার তিনি আসছেন ঈদ ছাড়া। ঈদে একশর বেশি হলে মুক্তি পায় তার ছবি। চার বছর পর ঈদ ছাড়া সিনেমা হলে আসছেন তিনি। ‘দরদ’ মুক্তি পাচ্ছে ৮৪ সিনেমা হলে। তাই শাকিব খানের জন্য এটি হচ্ছে চ্যালেঞ্জ। ঈদ ছাড়া কতটা দর্শক টানতে পারবে তার এই ছবি। শাকিবের সর্বশেষ দুটি ছবি ‘তুফান’ ও ‘প্রিয়তমা’ ঈদে হিট হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সিনেমার জন্য দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে শাকিব কী পারবেন ব্যবসা এনে দিতে? যদি পারেন, সেটি হবে নতুন ইতিহাস! আশার কথা হচ্ছে, এখন শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়া মানেই উৎসব। তার ছবি মুক্তিতে ভক্তরা মিছিল নিয়ে আসেন হলে, প্রচারণায় দাঁড়িয়ে যান টিএসসির মোড়ে, সরগরম করে ফেলেন সামাজিক মাধ্যম। শাকিব খানের আগে ঢাকাই ছবির কোনো নায়ক নিজকে নিয়ে ভক্তদের এমন মাতামতির দৃশ্য দেখে যেতে পারেননি। শাকিব খান বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন, তাদের জন্যই আমার আজকের এই শাকিব খান হয়ে ওঠা। আমাকে যারা ভালোবাসেন, তাদের কাছে আমি সত্যিই বড় কৃতজ্ঞ।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
২০২৩ সালের অক্টোবরে ‘দরদ’ ছবির শুটিং শুরু হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর- এমন গল্প নিয়ে এগিয়েছে কাহিনি। ছবির পরিচালক অনন্য মামুন। তিনি জানান, ছবির কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া। মুক্তির আগেই মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় আজ থেকে প্রতিদিন ২২টি শো চলবে ‘দরদ’ সিনেমার। যার টিকিট বিক্রি শুরু হয়েছিল গত বুধবার থেকে। এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমায়, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ঢাকার বাইরে বগুড়ার মধুবন এবং চট্টগ্রামের সুগন্ধায় বিক্রি হয়েছে অগ্রিম টিকিট। সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে আছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলংকাসহ ২০টি দেশে মুক্তি পাবে সিনেমাটি। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
গতকাল পর্যন্ত পুরোদমে চলছে ছবির প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে গত সোমবার সন্ধ্যায় একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন হিন্দি ও বাংলা। ‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই। লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানটির বাংলা ভার্সনের শিরোনাম ‘এই ভাসাও’। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ। গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা যায় শাকিবকে। হিন্দি গানটি প্রকাশ পেয়েছে টি-সিরিজ পপ-চার্টবাস্টার ইউটিউব চ্যানেলে, অন্যদিকে বাংলা ভার্সনটি প্রকাশ পেয়েছে টি-সিরিজ বাংলা ও টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে। এরপর রাত ৯টায় প্রকাশ পেয়েছিল সিনেমার ট্রেলার। গান, টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, সিনেমাটি শাকিব ভক্তদের জন্য হতে চলছে ঈদ ছাড়াই ঈদ উপহার।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা