স্পেনে আবার বন্যা সতর্কতা জারি
বন্যায় বিপর্যস্ত স্পেনে আবারও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার স্পেনের তিনটি প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেই ভ্যালেন্সিয়ায় ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা হয়েছিল। তাতে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল। এবার যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, তা নিয়ে প্রথম থেকেই সজাগ প্রশাসন।
স্পেনের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মালাগা, গ্রানাডা, নর্দার্ন ক্যাসেলন এবং তারাগোনায় অতি ভারি বৃষ্টি হতে পারে। ভ্যালেন্সিয়া উপকূলবর্তী অঞ্চলেও নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আগামী ১২ ঘণ্টায় এই এলাকাগুলিতে ১৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার গ্রানাডার দক্ষিণে ৪০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে সব জায়গাতেই শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পরেই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে আর যাতে কোনোভাবেই প্রাণহানি না হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি দেখা যায়, ইতিমধ্যেই রাস্তাঘাটে পানি জমতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় গাড়িতে পানি ঢুকে যাওয়ার উপক্রম হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সোমবার দেশের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ৩৭৯ কোটি ইউরোর প্যাকেজ ঘোষণা করেছেন। দুই সপ্তাহ আগে যে ভয়াবহ দুর্যোগ হয়েছে, তার জন্যই এই ঘোষণা। তারই মধ্যে নতুন করে দুর্যোগ নেমে এলো স্পেনে।