ট্রাম্পকে নিয়ে বাজি ধরে জিতলেন ১০ কোটি টাকা
মার্কিন নির্বাচনে শুধু ডোনাল্ড ট্রাম্পই জেতেননি, তার ওপর বাজি ধরে বিশাল অংকের ডলার জিতে নিয়েছেন এক জুয়াড়ি। জানা গেছে, ট্রাম্পের জয়ে বাজি ধরে সাড়ে ৮ কোটি ডলার জিতে নিয়েছেন এক ফরাসি নাগরিক। বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি টাকারও বেশি। গতকাল বুধবার একটি ব্লকচেইন বিশ্লেষক ফার্মের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক এক বার্তা সংস্থা।
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন, এমন মর্মে বাজি ধরে একটি ক্রিপ্টো-কেন্দ্রিক বাজার থেকে এই বিপুল অংকের অর্থ জিতে নেন থিও নামের ওই ব্যক্তি। তবে তিনি তার পূর্ণ নাম কিংবা আর কোনো পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়,যে ক্রিপ্টো-কেন্দ্রিক বাজারে তিনি বাজি ধরেছেন তার নাম পলিমার্কেট।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মার্কিন ব্লকচেইন বিশ্লেষক ফার্ম চেইনঅ্যানালাইসিস জানিয়েছে, তারা পলিমার্কেটে একইরকম ১১টি অ্যাকাউন্ট শনাক্ত করেছে। সবগুলো অ্যাকাউন্ট থেকে একই সময়ে বাজি ধরা ও অর্থ তোলা হয়েছে। ট্রাম্পের জয়ের ওপর ৭ কোটি ডলার বাজি ধরে মোট ৮ কোট ৫০ লাখ ডলার জিতেছেন থিও। ওয়াল স্ট্রিট জার্নালের কাছে এই অর্থ জেতার কথা স্বীকারও করেছেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস