জুলাই বিপ্লবে আহতদের ৫ লাখ টাকা দিয়েছেন তারেক রহমান: সালাহউদ্দিন
আন্দোলনের পরদিন জুলাই গণ-অভ্যুত্থানে আহত বিপ্লবীদের চিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন বিপ্লবীদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে এ সহায়তার কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলম।
হাসাতাল থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ‘আমরা শুনেছি গতকাল বুধবার অন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন, তিনি চিকিৎসারত সবার সঙ্গে দেখা করতে পারেননি। ব্রিটিশ হাইকমিশনার এসেছিলেন, তিনিও সবার সাথে দেখা করতে পারেননি। যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষ সৃষ্টি হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা কথা বলে যেটা জানলাম আন্দোলনকারী যারা আহত তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য আর্থিক সহায়তা তারা পাননি। আমরা বুঝি এর বাইরেও তাদেরও আর্থিক সহায়তা প্রয়োজন। সরকারের তরফ থেকে প্রতিশ্রুত যে এক লাখ টাকা দেওয়ার কথা ছিল, সেটাও তারা পাননি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যারা এটার দায়িত্ব নিয়েছেন তারা যেন এই আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গতকাল বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন আহতদের জন্য ৫ লাখ টাাক পাঠিয়ে তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সেই টাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রয়োজন অনুযায়ী রোগীদের কাছে বিতরণ করে দেবেন।’
এর আগে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা দিতে হাসপাতালে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই সহায়তা অব্যাহত রাখব। তবে যাদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের তালিকা করে অতি শিগগির বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে সরকারের কাছে আহবান জানাই। বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে এমনও ইনজুরি আছে এখানে তাদের চিকিৎসা সম্ভব না। সরকারের আছে আহ্বান জানাব তাদের যেন দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়।’
জনগনের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করার দায়িত্ব বিএনপি নেবে বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে সকল শহিদ ও আহত পরিবারের সাথে আলোচনা করে তাদের যাকে যেভাবে পুনর্বাসন করা এবং চিকিৎসা দরকার তা আমরা করব।’
জুলাই গণঅভ্যুত্থানে বিপ্লবীদের আহত করেছে, শহিদ করেছে তারা এখনো ভারতসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, কোন বদৌলতে ঘুরে বেড়ায় এবং তারা তো মানবতাবিরোধী অপরাধের আসামিও এ সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কী জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী শাস গোষ্ঠি শেখ হাসিনা এবং তার দোসররা, আমি মনে করি এই হাসপাতালে যারাই দেখতে এসেছেন এই দৃশ্য দেখার পরে কিভাবে ফ্যাসিবাদী শক্তি এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় কিভাবে বাংলাদেশে রাজনীতি করার চিন্তা করে আমার মাথায়-ই আসে না।’