জনপ্রিয়তার পরীক্ষায় দিশানায়েক

শ্রীলংকায় সংসদ নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
জনপ্রিয়তার পরীক্ষায় দিশানায়েক

অনুরা কুমারা দিশানায়েক

অর্থনৈতিক সংকটে জর্জরিত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় আজ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির জনগণ বেছে নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েককে। সেই সময় পার্লামেন্টে তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) মাত্র তিনটি আসনের অধিকারী ছিল। আইনসভা ভেঙে দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দেন। আজ এ নির্বাচনে তিনি আবারও জনপ্রিয়তার পরীক্ষায় অবতীর্ণ হলেন। খবর রয়টার্স ও ফ্রন্টলাইন ম্যাগাজিন।

পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন- প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েক যে জয় পেয়েছেন, সেই জনপ্রিয়তা পার্লামেন্ট নির্বাচনে কোনো কাজে আসবে কিনা? দেশটিতে দশকের পর দশক ধরে চলে আসা পরিবারতন্ত্রের বাইরে সংস্কারের জন্য বড় একটি সুযোগ। এ নির্বাচনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- অনেক জ্যেষ্ঠ রাজনীতিবিদ এ ভোটে লড়ছেন না। তাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, গোতাবায়া রাজাপাকসে, মাহিন্দ রাজাপাকসে রয়েছেন। শ্রীলংকায় প্রায় ১৭ মিলিয়ন বৈধ ভোটার রয়েছে। এ নির্বাচনে বিভিন্ন দল থেকে লড়ছেন প্রায় ৯ হাজার প্রার্থী।

২২৫ আসনবিশিষ্ট সংসদে দিশানায়েকের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া হয়তো কিছুটা কঠিন হবে। সে ক্ষেত্রে সংসদে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে। প্রেসিডেন্ট হিসেবে দিশানায়েককে দেশটির জনগণ নির্বাচন করেছেন, তার পেছনেও পরিবারপ্রথার বিরুদ্ধে রায় ছিল। দিশানায়েকের দুর্নীতিবিরোধী অবস্থানে দেশবাসী আস্থা রেখেছে।

গত রবিবার দিশানায়েক এক প্রচারে বলেছেন, আগের নির্বাচনে দেশবাসী আমাদের ওপর আস্থা রাখেনি, কিন্তু সেপ্টেম্বর মাসে জনগণ আমাদের জয়ী করেছে এবং প্রমাণ করেছে যে, আমরা একটি নতুন সরকার গঠন করতে পারি।