আদালতে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের একজন ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি নেওয়ার জন্য আজ আসামিকে সকাল ৯টার দিকে আদালতে হাজির করা হয়। পরে বিকেল ৫টার দিকে তার জবানবন্দি শেষে আবারও কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
আইনজীবী জসীম হান্নান বলেন, ‘সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে আজ সকালে আদালতে আনা হয়েছিল। শুনেছি মানবতাবিরোধী অপরাধের মামলায় তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বিকেলে নিয়ে যাওয়ার সময় একনজর দেখা হলেও কোনো কথা হয়নি।’
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। এ পর্যন্ত পৃথক ১০টি মামলায় তার ৫৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ঢাকায় ১০৭টি হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ অক্টোবর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরও পড়ুন:
প্রকাশ্যে নোবেলের ‘অপরাধ’র ভিডিও