২৮ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না

পিরোজপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২১:০১
শেয়ার :
২৮ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না

পিরোজপুরের নাজিরপুর থেকে ২৮ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কুদ্দুস হাওলাদার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম বানিয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কুদ্দুস হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কুদ্দুস ঝালকাঠি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নম্বর- জিআর-৯৭/৯৮ -এর দণ্ডপ্রাপ্ত আসামি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঝালকাঠী আদালত ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া কুদ্দুসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। আসামি দীর্ঘ ২৮ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়।