চারজন উপদেষ্টা না পেলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি
আঞ্চলিক বৈষম্য নিরসনের লক্ষ্যে উত্তরবঙ্গ থেকে চারজন উপদেষ্টা নিযুক্ত এবং মোস্তফা সরয়ার ফারুকীকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের জিরো পয়েন্ট চৌমাথা মোড় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে ‘উত্তরবঙ্গ সাধারণ ছাত্র-জনতা’।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ স্থানীয় সর্বস্তরের জনতার অংশগ্রহণে আওয়ামী লীগ এবং ফারুকীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পলাশবাড়ীর সমন্বয়ক মাসুদ রানা শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুদ রানা, মেহেদী, জিম, কাফি, সুমন ও ফাহিম।
উত্তরবঙ্গ সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে পলাশবাড়ী ব্লকেটের হুমকি দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধা জেলা সদর এবং পলাশবাড়ী উপজেলা এলাকার অন্যতম ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।