৩ নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৪, ১৬:১১
শেয়ার :
৩ নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ

তিন নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে সুইডিস রাষ্ট্রদূতের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জিএম কাদের সুইডিস রাষ্ট্রদূতের বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ইউকস ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মেলার। এ সময় তারা বাাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং চলমান রাজনীতি নিয়ে মতবিনিময় করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের মঙ্গে ছিলেন দলটির মহাসচিব মো মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।