শ্বশুরবাড়ি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সাইফুল ইসলাম স্বপন সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলার কালাপাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর গ্রামের বাসিন্দা জহিরের ছেলে।