এবার দুই ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

টেকনাফ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৪
শেয়ার :
এবার দুই ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদের মোহনা থেকে রড-সিমেন্টবোঝাই দুটি ট্রলারসহ ছয়জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আজ বুধবার সকালে টেকনাফ-সেন্টমার্টিন বোট মালিক সমিটির সভাপতি আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গতকাল টেকনাফ থেকে দুটি ট্রলার রড-সিমেন্টসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে আরকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগরের নাফ নদের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। এ সময় ট্রলারে ছয়জন স্টাপ ছিল। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।’

ধরে নিয়ে যাওয়া ট্রলারের মধ্য নিজের একটি ট্রলার আছে জানিয়ে আবদুর রশিদ বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর আলম বলেন, টেকনাফ থেকে দ্বীপে আসার পথে দুটি ট্রলারসহ ছয়জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এ ঘটনায় তাদের পরিবারের মাঝে আতঙ্ক কাজ করছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মালামাল ভর্তি দুটি ট্রলারসহ ছয়জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা, কীভাবে ঘটনা ঘটেছে খোঁজখবর নিচ্ছি।’

জানতে চাইলে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, এ ধরনের ঘটনার বিষয়ে কেউ অবহিত করেননি। তারপরও খোঁজখবর নেওয়া হচ্ছে। 

প্রসঙ্গত, এর আগে নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে আরাকান আর্মির সদস্যরা। গত ৭ নভেম্বর বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। সম্প্রতি আরাকান আর্মি কর্তৃক এসব অপহরণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।