খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১১:৫১
শেয়ার :
খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য (এমপি) বেগম রোজী কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

রোজী কবিরের স্বজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে দাফনের জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্হায়ী কমিটি সদস্য আলাদা আলাদা শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মহান আল্লাহ বেহেশত নসিব করুন আমিন।

বেগম রোজী কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে তিন বার এমপি হন।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন রোজী কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।