বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক ফের অবরোধ

টঙ্গী প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১০:৩৬
শেয়ার :
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক ফের অবরোধ

ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীতে হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে টেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফের অবরোধ করে।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে কয়েকশ শ্রমিকেরা অক্টোবর মাসের বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখে। এতে সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষেরা চরম ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যরা কাজ করছে। 

এদিকে সকাল ১০টায় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করে বলে জানা যায়।