রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৪, ১০:০২
শেয়ার :
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় সাব্বির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।’ 

নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার রামপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে। 

মৃতের ভাই হোসাইন বলেন, ‘সাব্বির মানিকগঞ্জে একটি প্রাইভেট কোম্পানির অধিনে চাকরি করতেন। তিনি নতুন একটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলেন। পরে সংবাদ পাই কুড়িলে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।’