আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ০৮:৪১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

বিট্রিশ হাইকমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টার হাসপাতাল পরিদর্শন

বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং বিট্রিশ হাইকমিশনার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করবেন।

যৌথ প্রতিনিধি সভা

বিকেল ৪টায় মালিবাগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কর্তৃক ঢাকা মহানগর, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের যৌথ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ইন্টারন্যাশনাল ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবসে কর্মসূচি

ইন্টারন্যাশনাল ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস ২০২১৪ উপলক্ষে সাকাল সাড়ে ৮টায় র‌্যালি, সকাল ৯টায় সেমিনার, বেলা ১১টায় সংবাদ সম্মেলন। স্থান শহীদ ডা. মিল্টন হল। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিফ পেট্রোন উপাচার্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। কী নোট স্পিকার থাকবেন বিভাগীয় চেয়ারম্যান এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনবার্সন বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে পিকেএসএফ দিবস ২০২৪ উদ্‌যাপনের উদ্বোধনী হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন পিকেএসএফের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেবেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় নয়াপল্টনের ভাসানী ভবনে ওলামা দলের আলোচনা সভায় হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে দোয়া মাহফিল হবে। এতে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া সকাল ১০টার দিকে বনানীতে রাজউক মাঠে আমরা বিএনপি পরিবারের কর্মসূচি রয়েছে।

সংবাদ সম্মেলন

সেন্টমার্টিন ভ্রমণ ও অবস্থানের ওপর সব ধরনের সরকারি বাধা তুলে নেয়ার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ পল্টন টাওয়ারের লিফটের ৩ ইকোনমিক রিপোর্টার্স ফোরামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সৈয়দা রিজওয়ানার কর্মসূচি

বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পের প্রথম অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বেলা ১১টার দিকে হোটেল শেরাটনে এই অনুষ্ঠান শুরু হবে।