মনিপুরে পুলিশের গুলিতে নিহত সশস্ত্র গোষ্ঠীর ১০ সদস্য, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১৮:১৬
শেয়ার :
মনিপুরে পুলিশের গুলিতে নিহত সশস্ত্র গোষ্ঠীর ১০ সদস্য, কারফিউ জারি

আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের মনিপুর রাজ্য। গতকাল সোমবার পুলিশের গুলিতে সেখানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১০ জন নিহত হয়েছে। ইতিমধ্যে রাজ্যে জিরিবাম জেলায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

গতকাল ওই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি শিবিরের ওপরে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। পুলিশের পাল্টা গুলিতে তাদের ১০ জন নিহত হয়। মনিপুর পুলিশ দাবি করেছে, দুপুরে ‘সশস্ত্র উগ্রপন্থী’রা জিরিবাম জেলার জাকুরাডোর এলাকার একটি সিআরপিএফ চৌকিতে হামলা করে। প্রায় ৪০ মিনিট ধরে দুই পক্ষের গোলাগুলি চলে। 

পুলিশ বলছে, নিহতদের কাছ থেকে তিনটি ‘একে’, ৪টি এসএলআর, দুটি ইনসাস বন্দুক পাওয়া গেছে। উদ্ধার হয়েছে একটি রকেট প্রপেল্ড গান, একটি পাম্প অ্যাকশন গান, বুলেট প্রতিরোধী হেলমেট ও গুলি ভর্তি ম্যাগাজিন।

গোলাগুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের এক সদস্যও আহত হয়েছেন। 


ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কুকি-জো উপজাতি সংগঠনগুলি দাবি করছে যে নিহতরা কেউ সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন না, তারা গ্রামরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবকের কাজ করছিলেন। প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকি জনজাতীয় সংগঠনগুলি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে হরতাল ডাকে।