গ্যাসের লাইনে বিস্ফোরণ /

সোনারগাঁওয়ে যেভাবে দগ্ধ হন ৭ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও
১২ নভেম্বর ২০২৪, ১৪:৫৯
শেয়ার :
সোনারগাঁওয়ে যেভাবে দগ্ধ হন ৭ শ্রমিক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের লাইনের অবৈধ সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে ৭ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মো. শাহজালাল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাতে সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তবে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রুবেল নামের এক ব্যক্তির দাবী গ্যাসের লাইনের পাশ্ববর্তী স্থানে টিউবওয়েল বসানোর সময় পাইপে ঝালাই করার এক পর্যায়ে গ্যাস পাইপের লিকেজস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তথ্যানুযায়ী অগ্নিদগ্ধদের মধ্যে জয়ের শরীরের ২২ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, মিজানের ১৯ শতাংশ, জাহাঙ্গীরের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ ও রাজুর ২ শতাংশ দগ্ধ হয়েছে।

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা বলেন, ‘গ্যাস পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’